শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তফসিল স্বাগত জানিয়ে জাবির ৫ শতাধিক শিক্ষকের বিবৃতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক স্বাক্ষরিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। গতকাল দেওয়া ওই বিবৃতিতে নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তারা। অন্যদিকে বুধবার রাত ৯টার দিকে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন জাবি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া গতকাল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। তবে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। মিছিলে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছে পুলিশ।

 এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, তফসিল ঘোষণার প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে সেদেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলকে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

 এ ধরনের চিঠি বিতরণ এবং হস্তক্ষেপ শিষ্টাচারবহির্ভূত। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার সব ধরনের উদ্যোগ গ্রহণের অনুরোধ করেছেন। আমরা এ তফসিল ঘোষণাকে স্বাগত জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর