শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তফসিল স্বাগত জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল সংগঠনটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ স্বাগত বার্তা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তথাকথিত সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠি, বিএনপি-জামায়াত ও সহযোগীদের হরতাল-অবরোধের পরও জনগণ স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের অংশগ্রহণই নির্বাচন সফল ও সার্থক করে তুলবে। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়তার পরিচয় দেবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর