শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে দোকান কর্মচারী খুনের মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মুদি দোকানের কর্মচারীকে খুনের মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের বয়স কম হওয়ায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের যাবজ্জীবন দেওয়া হয়। আসামিরা পরিণত বয়সে নিজেদের ভুল বুঝতে পারবে এবং কারাভোগের পর স্বাভাবিক জীবনযাপনে ফিরবে বলে মামলার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন বিচারক। গতকাল সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ভোলারকান্দি গ্রামের মৃত মদছির আলীর ছেলে শাকিল (২০) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)। মামলায় ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

মামলার অন্য তিন আসামি হত্যাকাণ্ডের সময়ে শিশু থাকায় তাদের বিরুদ্ধে আদালতে দোষীপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শিশু আদালতে (মামলা নম্বর ১৫৭/২৩) তাদের বিচারিক কার্যক্রম বর্তমানে শুরুর পর্যায়ে রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর