শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তমিজি হকের বাসায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। গতকাল রাত ৯টার দিকে তার বাসায় অভিযান শুরু করা হয়। র‌্যাবের এক কর্মকর্তা জানান, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে অভিযান চালানোর জন্য গত রাত ৯ টা থেকে গুলশানের বাসা ঘিরে রাখে র‌্যাব। কিন্তু প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করেও র‌্যাব ভিতরে ঢুকতে পারেনি। র‌্যাব সদস্যরা ঢোকার চেষ্টা করলে ভিতর থেকে তমিজি হক চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তিনি আত্মহত্যার হুমকি দেন। র‌্যাব রাত সাড়ে ১২ টায় সেখান থেকে ফিরে যায়।

জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা করেন হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হক। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও সম্প্রতি গ্রেফতার হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর