শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
রংপুর-৩ আসনে জাপা

এবার আর ‘আওয়ামী সুবিধা’ পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয় সংসদের রংপুর-৩ আসনটিতে তিন দশকের বেশি সময় জিতে আসছে জাতীয় পার্টি। জোট সমঝোতার ভিত্তিতে গত নির্বাচনে আওয়ামী লীগ এ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে সেই সুবিধা জাতীয় পার্টিকে দেওয়া হবে না। এ আসনের এমপি হওয়ার স্বপ্নে ইতোমধ্যে আওয়ামী লীগের এক ডজন নেতা মাঠ চষে বেড়াচ্ছেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় প্রশ্ন উঠেছে- তাহলে সাদ এরশাদের কী হবে। এরশাদপুত্র সাদ এখনো এ আসনের এমপি।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালে এ আসনে সাদ এরশাদ প্রার্থী হলে তাকে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারের মুখোমুখি হতে হয়। সে সময় আওয়ামী লীগ লাঙল প্রতীকের জাপা প্রার্থী সাদের পাশে দাঁড়ায় এবং তার জয়ে সহযোগিতা করে।

রংপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন অর্জনের জন্য আওয়ামী লীগের মধ্যে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের অন্যতম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মিলন, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন সদর আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। তাঁর বিশ্বাস এবার সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী দিলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, ‘দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই এক হয়ে কাজ করে আমরা নৌকার বিজয় নিশ্চিত করব।’

জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হাজি আবদুর রাজ্জাক বলেন, ‘রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। জনগণ সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও লাঙল প্রতীককে ভালোবাসেন। তাই এখানে অন্য কোনো দল সুবিধা করতে পারবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর