শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কোনো বিদেশির দৌড়ঝাঁপের সুযোগ নেই : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে দেশকে বিভক্ত করেছেন। দেশে কি আর কোনো রাজনৈতিক দল নেই? আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশের নির্বাচন না। এটা আমাদের দেশের নির্বাচন। তিনি গতকাল সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমেরিকার স্যাংশন নিয়ে জাতীয় পার্টির জি এম কাদের যা বলেছেন তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ভুল কথা বলেছেন উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, দেশে নির্বাচনি তফসিল ঘোষিত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে প্রভাবমুক্ত নির্বাচন হওয়া দরকার। কোন দল এলো আর কোন দল এলো না, এটাকে বিবেচনা না করে, যাতে সব ভোটার ঈদের আনন্দ নিয়ে ভোট দিতে পারে- এ ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার বোন শেখ হাসিনা। তাই বলব, ‘শেখ হাসিনা আপনার কিছু দুষ্টু লোক আছে, তাদের গলায় লাগাম দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর