রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বরিশালের দুটি আসনে মনোনয়ন চাইবে ওয়ার্কার্স পার্টি

রাহাত খান, বরিশাল

একাদশ জাতীয় সংসদে জোটভুক্ত নির্বাচন করে বরিশাল জেলার একটি আসনে মনোনয়ন পেয়েছিল ওয়ার্কার্স পার্টি। কিন্তু বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১৪ দলের প্রার্থীকে হারিয়ে আসনটি অনেকটা কারিশমা করে বাগিয়ে নেয় জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। এ নিয়ে ক্ষোভ অসন্তোষ আছে ১৪ দলে। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনের মধ্যে দুটি আসন চাইবে ওয়ার্কার্স পার্টি। বিষয়টি ১৪ দলের প্রধান আওয়ামী লীগ সভাপতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

২০১৩ সালে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে একমাত্র বরিশাল-৩ আসনে মনোনয়ন পায় ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি। ওই নির্বাচনে বিজয়ী হন ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ টিপু সুলতান। ২০১৮ সালের নির্বাচনেও জেলার একমাত্র বরিশাল-৩ আসনে মনোনয়ন পায় ওয়ার্কার্স পার্টি। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিশ্বাসঘাতকতার কারণে আসনটি হাতছাড়া হয় ওয়ার্কার্স পার্টির। আওয়ামী লীগের স্থানীয় নেতারা মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে কাজ করায় পরাজিত হন ওয়ার্কার্স পার্টির শেখ টিপু সুলতান। ওই আসনে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে তিক্ততা আছে ওয়ার্কার্স পার্টির।

এ অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের পাশাপাশি বরিশাল-২ আসনেও জোট নেত্রীর কাছে মনোনয়ন চাইবে ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৪ দলীয় জোটের কাছে এবার বরিশাল জেলায় দুটি বরিশাল-৩ ও বরিশাল-২ আসনে মনোনয়ন চাইবে ওয়ার্কার্স পার্টি। জোট থেকে ওয়ার্কার্স পার্টির দাবি বিবেচনা করা হবে বলে আশাবাদী তারা। জানা যায়, বরিশাল-৩ আসনে এবারও ১৪ দলের সম্ভাব্য প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান। অন্যদিকে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ওয়ার্কার্স পার্টির প্রার্থী দলের জেলা কমিটির সদস্য ও যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম টুটুল।

জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান বলেন, ২০১৮ সালের নির্বাচনে বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের স্থানীয় নেতারা ১৪ দলীয় জোট প্রার্থীর পক্ষে কাজ করেনি। এ কারণে ১৪ দল ওই আসনে জিততে পারেনি। এবার আওয়ামী লীগের স্থানীয় নেতারা আশ্বস্ত করেছেন তারা ১৪ দলের পক্ষে কাজ করবেন। ১৪ দলের শরিক কোনো দল বিশ্বাসঘাতকতা না করলে এবার ওই আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিজয়ী হবে আশা তাদের।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর