রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে রাজশাহীর ডিসির চিঠি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তফসিল ঘোষণার এক দিন পর নৌকায় ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। এই অভিযোগের প্রতিকার করতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। ফারুক চৌধুরী বৃহস্পতিবার তানোর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের আয়োজনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই দিন বিকালে কলমা ইউনিয়নে একই ধরনের আরেকটি সভা করেন তিনি। রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ফারুক চৌধুরী ১৮ ডিসেম্বরের আগে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর