রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন আয়োজন ইসির প্রধান এজেন্ডা হওয়া উচিত

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতার পূর্ণ মাত্রা প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে হবে। এ মুহূর্তে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই কমিশনের অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত।

গতকাল রাজধানী ঢাকার পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সংগঠনের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। ইসলামিক ফ্রন্টের ঢাকা মহানগর সভাপতি আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আল্লামা এস এম ফরিদ উদ্দীন প্রমুখ। সভায় ডেলিগেটদের ভোটে আল্লামা মোশাররফ হোসেন হেলালীকে সভাপতি, খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ তারেক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৫ সাংগঠনিক সেশনের ৫১ সদস্যের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর