রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তামাকের রাজস্ব আয় থেকে চিকিৎসা ব্যয় বেশি

নারী মৈত্রীর আলোচনা

নিজস্ব প্রতিবেদক

তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় আসে, তার চেয়ে তামাক ব্যবহারজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যয় ২৭ শতাংশ বেশি। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার এ কথা জানিয়েছেন। গতকাল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত ‘জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হোসেন আলী খোন্দকার বলেন, তামাক ব্যবহারের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। তামাকের রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৮১০ কোটি এবং চিকিৎসা ব্যয় প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। তামাকের কারণে বার্ষিক ক্ষতি প্রায় ৮ হাজার কোটি টাকা (ক্যান্সার সার্ভে ২০১৮)। সুতরাং মানুষের ভ্রান্ত ধারণা দূর করার পাশপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি বলেন, বর্তমানে তরুণরা ই-সিগারেটের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর