সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- কদমতলীতে রবিউল ইসলাম (২৭), খিলগাঁওয়ে বিলকিস আক্তার (৪৫) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোকদম আলী (৫০)।

গতকাল ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি জানান, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, শনিবার রাতে শ্যামপুর এলাকায় একটি স্টিল মিলে কাজ করার সময়ে ইলেক্ট্রিক চুল্লিতে (লোহা গলানোর) বিস্ফোরণ ঘটে। এতে রবিউলসহ চার শ্রমিক দগ্ধ হয়। জানা গেছে, রবিউলের বাড়ি বরগুনা সদর উপজেলার পোটকাখালী। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, বাসেদ স্টিল মিলের শ্রমিকরা ইলেক্ট্রিক চুল্লিতে কাজ করার সময়ে বিস্ফোরণ হয়। এতে চার শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে রবিউল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরও একজন ভর্তি এবং দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে কাভার্ড ভ্যানের  ধাক্কায় বিলকিস আক্তার নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।

এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। ঢাকা মেডিকেলে নিয়ে আসা মৃতের স্বামী রং মিস্ত্রি আবদুর রব জানান, গাজীপুরের শ্রীপুরের গাঙ্গাহাটি গ্রামে তাদের বাড়ি। মুগদার মান্ডায় বসবাসরত হেলাল উদ্দিন নামে এক স্বজনের বাসায় বেড়াতে আসছিলেন।

 খিলগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান বিলকিসকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে বিলকিসের মৃত্যু হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, বিলকিস আক্তারের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে। ওই মামলায় কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, গতকাল ভোরে ঢাকা মেডিকেলে মোকদম আলী নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার কয়েদি নং-৮৭৩৬/এ। বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার গোলাই বাংগা বাজারে। এর আগে, গত শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর