সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে : নূর

নিজস্ব প্রতিবেদক

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরাষ্ট্র ও সংস্থাগুলো বারবার সরকারকে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার সুরক্ষা দেওয়ার বিষয়ে সতর্ক করছে। একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে। তিনি আরও বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেটা ২০১৪ ও ২০১৮ তে প্রমাণিত। গতকাল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নূর বলেন, আওয়ামী লীগ আজকে গ্রামে গ্রামে একাত্তরের রাজাকার, আলবদরদের মতো পুলিশকে দিয়ে গ্রেফতার করাতে বিএনপি ও বিরোধী নেতাদের বাড়ি চিনিয়ে দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর