সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে ১১ উপজেলাকে গৃহ ও ভূমিহীনশূন্য ঘোষণা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে রয়েছে ১৫টি উপজেলা। এর মধ্যে ১১টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বাকি চারটির মধ্যে দুটিকে শিগগিরই ঘোষণার প্রক্রিয়া চলছে। গৃহ ও ভূমিহীনশূন্য ঘোষণা করা উপজেলাগুলো হলো-পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা, হাটহাজারী, বাঁশখালী, চন্দনাইশ ও ফটিকছড়ি। তবে সন্দ্বীপ, সীতাকুন্ড, মীরেরসরাই ও চন্দনাইশ উপজেলায় চলছে আশ্রয়ণের ঘর নির্মাণের কাজ। ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ শীর্ষক স্লোগানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২ শতাংশ জমিসহ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। জমিটি নিবন্ধন করা হচ্ছে স্বামী-স্ত্রী দুজনের নামেই। চট্টগ্রাম জেলা প্রশাসন আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

চট্টগ্রামে ইতোমধ্যে পাঁচ দফায় মোট ৫ হাজার ৩৯৩টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ১৪ নভেম্বর তিনটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনশূন্য ঘোষণা করা হয়। এর মাধ্যমে চট্টগ্রামে এখন গৃহহীন ও ভূমিহীনশূন্য উপজেলা ১১টি। অবশিষ্ট চারটিতেও জমি বরাদ্দ দেওয়া হয়েছে। চলছে ঘর নির্মাণের কাজ। তৃণমূলের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য এটি সরকারের যুগান্তকারী এক উদ্যোগ। ভূমি ও ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হওয়ায় এসব পরিবারের সদস্যদের চোখে-মুখে প্রকাশ পাচ্ছে স্বস্তির হাসি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক বলেন, সন্দ্বীপ উপজেলায় গৃহহীন ভূমিহীনের সংখ্যা ৯২৩টি পরিবার। বর্তমানে চারটি প্রকল্পের (ব্যারাক) মাধ্যমে ঘরগুলো নির্মাণের কাজ চলছে। এগুলো বাস্তবায়ন হলে সন্দ্বীপে আর কোনো গৃহহীন পরিবার থাকবে না। বাকি তিনটিরও কাজ চলছে।  জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সর্বশেষ হালনাগাদ তালিকায় পটিয়া উপজেলায় ভূমিহীন-গৃহহীন ৩২৫টি পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। কর্ণফুলী উপজেলায় ৪০ পরিবার, আনোয়ারা উপজেলায় ৪১৫ পরিবার, বোয়ালখালী উপজেলায় ১৫৩ পরিবার, সাতকানিয়া উপজেলায় ৮৮ পরিবার, লোহাগাড়া উপজেলায় ৩৮৪ পরিবার, বাঁশখালী উপজেলায় ৩৬২ পরিবার, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮২ পরিবার, রাউজান উপজেলায় ৮৩৯ পরিবার, হাটহাজারী উপজেলায় ২৮০ পরিবার ও ফটিকছড়ি উপজেলায় দেওয়া হয় ১ হাজার ২৯০ পরিবারকে। অন্যদিকে বর্তমানে চন্দনাইশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা ৫৫টি ও সীতাকুন্ডে ৪৫টি। এ ছাড়া মীরেরসরাই উপজেলায় ৩৫৮টি পরিবারের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণের কাজ চলমান।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর