মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

চট্টগ্রামের ১৬ আসনে ভোটার ৬৫ লাখ ৭৬ হাজার

আজহার মাহমুদ, চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে এবার ভোটার ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৬৩,৫৮৩, নারী ৩১,১৩,২৮১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬১ জন। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৫৬,৩৭,৪৬১ জন। সেই হিসাবে পাঁচ বছরে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার বেড়েছে ৯,৩৯,৪৬৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ আসনে এবং সবচেয়ে কম ভোটার চট্টগ্রাম-৩ আসনে। ভোটারের হিসাবে গতবারের চেয়ে এবার ভোট কেন্দ্রও বেড়েছে। তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি ভোটারের আসন চট্টগ্রাম-৮ আসনে। এখানে ভোটার সংখ্যা ৫,৪৩,১৪৭ জন। আর সবচেয়ে কম ভোটার সন্দ্বীপে, মোট ভোটার ২,৫৬,৯৮১ জন।

 এ ছাড়া অন্য আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-১ আসনে ৩,৬৬,৩১৪, চট্টগ্রাম-২ আসনে ৪,৮৯,২২৭, চট্টগ্রাম-৪ আসনে ৪,৫১,৫৭১, চট্টগ্রাম-৫ আসনে ৫,১০,১৯৯ ও চট্টগ্রাম-৬ আসনে ৩,৩৮,২০৭ জন ভোটার। চট্টগ্রাম-৭ আসনে ৩,১২,৮৬৫, চট্টগ্রাম-৯ আসনে ৪,১৭,৯৪৭, চট্টগ্রাম-১০ আসনে ৪,৪২,২১১, চট্টগ্রাম-১১ আসনে ৫,১৬,৯৮৩, চট্টগ্রাম-১২ আসনে ৩,৫৮,২৩৬ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৩,৭২,৫২১, চট্টগ্রাম-১৪ আসনে ৩,১৩,৮১০, চট্টগ্রাম-১৫ আসনে ৪,৮৮,৭৮৭ এবং চট্টগ্রাম-১৬ আসনে ৩,৯৭,৯১৯ জন ভোটার রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রামের আসনগুলোতে নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনে দুজন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯, ১০, ১১ আসনে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। চট্টগ্রাম- ১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩ ১৪, ১৫, ১৬ আসনের রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র থাকবে ২০২২টি, যা গত নির্বাচনের চেয়ে ১২৩টি বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর