শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতিপক্ষদের নিয়ে সতর্ক থাকতে হবে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

প্রতিপক্ষদের নিয়ে সতর্ক থাকতে হবে : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, এ ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের নির্বাচনি বৈতরণি পার হতে হবে। ৭ জানুয়ারির নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু। তাই অবৈধভাবে জালিয়াতি করে, সিল মেরে কেউ ভোট নিতে পারবে না। মানুষ যা ভোট দেবে, সেই ভোটের সংখ্যাতেই নির্বাচন সম্পন্ন হবে, কোনো অবস্থাতেই অবৈধভাবে ভোটের সংখ্যা বাড়ানো যাবে না, এটি দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ। গতকাল বিকালে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবুল কালাম আজাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে মির্জা আজম এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা মানুষের কাছে যাব, সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে মানুষকে কেন্দ্রে নিয়ে আসব এবং নৌকার জন্য ভোটপ্রার্থনা করব। তাই এবারের নির্বাচনে আমরা নজরদারি রাখব এবং সর্বোচ্চ সতর্ক থাকব। কারণ আমাদের যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ যেমন রাজনৈতিকভাবে আছে, সেই প্রতিপক্ষ আমাদের অভ্যন্তরেও আছে। সেই প্রতিপক্ষ যাতে সিল মেরে সেই ফুটেজ নিয়ে আমাদের প্রার্থী এবং প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালাতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

শহরের মির্জা আজম অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বপন রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর