মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলনের ডাক : নূর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না দিলে হরতাল-অবরোধের পর অসহযোগ কর্মসূচির ডাক দেওয়া হবে। পুলিশ ও বিচার বিভাগসহ সরকারি কর্মচারীরাও আমাদের সঙ্গে রাজপথে নামবেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। নূর বলেন, সরকার জনগণের কথা শুনছে না। জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, যা সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেওয়া হচ্ছে।  তিনি বলেন, সরকারের হাতে এখনো সুযোগ আছে। বিরোধী দলগুলোর আটক নেতা-কর্মীদের মুক্তি দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সুষ্ঠু নির্বাচন দিন। সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সঞ্চালনা করেন আবদুজ জাহের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর