শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনএম ২০১ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ২০১ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মহাসচিব ড. মো. শাহ্জাহান এ ঘোষণা দেন। ড. মো. শাহ্জাহান বলেন, আমরা এখন ২০১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করছি। প্রতিনিয়ত এই সংখ্যাটা আরও বাড়ছে। আমাদের সঙ্গে আরও ২৫ জন সাবেক সংসদ সদস্য যোগ দেবেন। আমাদের জাতীয় নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি এবং পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমরা ৩০০ আসনেই সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেব। প্রাথমিক তালিকা করে দেখেছি আমাদের ৯০ জনের ওপরে যোগ্য প্রার্থী যারা নিশ্চিত মনোনয়ন পাওয়ার মতো আছে। আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিতরণ করা শুরু করব। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের এই দলে অনেক চৌকশ রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলন হয়েছে এবং হবে। নিকট ভবিষ্যতে আরও অনেক সাবেক এমপি, রাজনীতিবিদ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিসম্পন্ন আরও বহু বরেণ্য ও খ্যাতিমান লোকদের আবির্ভাব আমাদের দলে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর