মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রশিক্ষণার্থী নাবিক নিয়োগ কার্যক্রমে স্থিতাবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রশিক্ষণার্থী নাবিক (রেটিং) নিয়োগের চলমান কার্যক্রমের ওপর আট সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে এ আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল আবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল আদেশের সত্যায়িত অনুলিপি বাংলাদেশ প্রতিদিনের হাতে আসে। এ বিষয়ে জানতে চাইলে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার খন্দকার এম এস কাওসার বাংলাদেশ প্রতিদিনকে জানান, আপিল বিভাগের স্থিতাবস্থা জারির ফলে আপাতত এ নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে। ব্যারিস্টার কাওসার বলেন, ১৮ সেপ্টেম্বর সমুদ্রগামী জাহাজে রেটিং (নাবিক) হিসেবে যোগদানের জন্য প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নৌপরিবহন অধিদফতর। মৃত ও অবসরপ্রাপ্ত নাবিকদের সন্তানদের জন্য আগে ২০ শতাংশ কোটা থাকলেও ১৮ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে তা ৫ শতাংশ নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, এ কোটাসংক্রান্ত বিষয়টি চ্যালেঞ্জ করে মৃত ও অবসরপ্রাপ্ত নাবিকদের সন্তানদের পক্ষে বাংলাদেশ নাবিক ইউনিয়ন হাই কোর্টে রিট আবেদন দাখিল করে। এ রিটের শুনানি নিয়ে ১৫ নভেম্বর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ওই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে রুলও জারি করেন। পরে হাই কোর্টের এ আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর