বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পতনে শেয়ারবাজার ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনেও শেয়ারবাজারে দরপতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সব কটি মূল্যসূচক। ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে মাত্র ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৯৭টির। আর ১৭২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে। সব কটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৪৪ লাখ টাকা। টাকার অঙ্কে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ১৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে। দাম কমেছে ৪৩টির এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬ কোটি ২৭ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর