বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বিএনপি : হানিফ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির দেওয়া কর্মসূচিগুলো রাজনৈতিক কর্মসূচি নয়, এগুলো মূলত সন্ত্রাসী কর্মসূচি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হরতাল-অবরোধ-আগুনসন্ত্রাস : বন্ধ হোক এই অপরাজনীতি’- শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গৌরব ৭১ ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। হানিফ বলেন, ট্রেনে-বাসে আগুন দেওয়া, মানুষকে আহত করা- এগুলো সন্ত্রাসী কর্মকান্ড। তারা ১৮৬টি পরিবহনে আগুন দিয়েছে। আগুন দিয়ে সম্পদ ধ্বংস করা তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। তারা ভেবেছে বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিলেই বোধহয় নির্বাচন বানচাল করা যাবে। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে। আশা করি, হরতাল-অবরোধের নামে বিএনপির এসব সন্ত্রাসী কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই দমন করবে। তবে তাদের সন্ত্রাসী কার্যক্রম যদি আরও বেড়ে যায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও সরকারের পাশে থেকে বিএনপির সন্ত্রাসী কার্যক্রম দমন করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল কুদ্দুস, বিএফইউজের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর