বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইসিসিবিতে কাল শুরু হচ্ছে নির্মাণ শিল্প ও গৃহসজ্জার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মাণশিল্প সামগ্রী, কাঠের তৈরি নতুনভাবে উদ্ভাবিত আসবাবপত্র, উৎপাদন শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈদ্যুতিক সরঞ্জামের অত্যাধুনিক পণ্য নিয়ে শুরু হচ্ছে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। আইসিসিবি ২, ৩ ও ৪ নম্বর হলে অনুষ্ঠেয় প্রদর্শনীতে ১৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট ইন্ডিয়া লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনী আয়োজন করছে। সপ্তমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ বিল্ডকন-২০২৩’ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও বিদেশি প্রতিষ্ঠানের আর্কিটেকচারাল ও বিল্ডিং হার্ডওয়্যার মেশিন প্রদর্শিত হবে। সেখানে কাঠ ও আসবাবপত্র শিল্পের সঙ্গে সম্পর্কিত প্রযুক্তি, সংশ্লিষ্ট উপকরণ, মেশিনারি, টুলস ও গৃহসজ্জার আধুনিক পণ্য প্রদর্শন করা হবে।

এ ছাড়া দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘এলপ্রোটেক’-এ বৈদ্যুতিক পণ্যের যন্ত্রপাতি, আনুষঙ্গিক ও খুচরা যন্ত্রাংশ প্রদর্শন করবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর