বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। সরকারের ধান-চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খাদ্য অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর মৌসুমে ২ লাখ টন আমন ধান, ৪ লাখ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল কেনা হবে। সেই ধান ও চাল সংগ্রহ কার্যক্রমই শুরু হচ্ছে আগামীকাল। খাদ্য অধিদফতরের সংগ্রহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সারা দেশে একযোগে এ কার্যক্রম চলবে। খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করবেন। গত ৮ অক্টোবর এক আন্তমন্ত্রণালয় সভায় চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয়। আমন ধান ৩০, আমন সেদ্ধ চাল ৪৪ ও আমন আতপ চাল প্রতি কেজি ৪৩ টাকা নির্ধারণ করা হয়। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এলাকাভিক্তিক আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা বিভাজন অনুমোদন করেছে মন্ত্রণালয়। সে হিসেবে সেদ্ধ চালকল মালিকদের চাল সরবরাহের চুক্তি সম্পাদনের সময়সীমা আগামীকাল ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 সরকারি গুদামে সরবরাহ করা চালের মূল্য চালকল মালিকদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর