বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আগুনসন্ত্রাসীরা সুপথে আসো, নিজেকে নিজে শেষ করে দিও না : শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

আগুনসন্ত্রাসীরা সুপথে আসো, নিজেকে নিজে শেষ করে দিও না : শামীম ওসমান

সংসদ নির্বাচন বানচালের মতলবে যারা অগ্নিসন্ত্রাসে লিপ্ত তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, আগুনসন্ত্রাসীরা সুপথে আসো। নিজেকে নিজে শেষ করে দিও না। গণশত্রুরা ২০১৩, ’১৪ ও ’১৫ সালে পুড়িয়ে মানুষ মেরেছে। এখন আবার সেই কাজ করছে। মানুষকে পুড়িয়ে মারা এ কেমন রাজনীতি? শামীম ওসমান গতকাল সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে গতকাল ট্রেনে নাশকতার চেষ্টা করা হয়েছে। সব জায়গায় এমন করা হচ্ছে, ট্রেনের বগিতে আগুন দেওয়া হচ্ছে। লন্ডন বসে খুনি তারেক এসব করাচ্ছে। বাংলাদেশ যাতে আফগানিস্তান হয় সেজন্য। যেসব তরুণ আগুন দিচ্ছে তাদের অভিভাবকদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ভিডিও ফুটেজ আছে, তাদের সাজা হয়ে যাবে। তাই তাদের অনুরোধ করছি, ওদের ফিরিয়ে আনুন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চক্রকে ভোটের পরে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হলে বলা হয়েছিল বিচার হবে না, ক্যু হয়ে যাবে। সেই বিচার হয়েছে। এরপর যুদ্ধাপরাধের বিচার নিয়ে একই কথা হয়েছিল। জাতির পিতার কন্যা আবার যদি ক্ষমতায় আসেন আমি তো তাকে চিনি যারা মজুদদারি করে জনগণের পেটে লাথি দিয়েছে, অতিমুনাফার লোভে দাম বাড়িয়েছে, আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদের কাউকে তিনি ছাড় দেবেন না। বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েন না।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্মসম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক প্যানেল মেয়র শাহজালাল বাদল, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা কাজী আমির ও হুমায়ুন কবির প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর