শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয় : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয় : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলেই বাংলাদেশের উন্নয়ন হয়। অন্য কোনো মার্কায় ভোট দিলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবনতি হয়। গতকাল দুপুরে কসবা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত রোড টু স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যে তথ্য পাবেন সেগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। কর্মশালায় কসবা উপজেলার ১০ ইউনিয়ন ও কসবা পৌর আওয়ামী লীগের ১ হাজার ২ শতাধিক নিবন্ধিত নারী ও পুরুষ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, ৭ জানুয়ারি যে সংসদ নির্বাচন হবে তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকায় ভোট চাওয়ার জন্য প্রশিক্ষণ নেবেন।

প্রশিক্ষণে জানতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে কী কী অভূতপূর্ব উন্নয়ন করেছেন। কর্মশালায় অতিথি হিসেবে কসবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপনচন্দ্র মজুমদার, সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আঞ্চলিক সমন্বয়ক মো. আবদুল্লাহ আল নোমান ও ব্রা?হ্মণবাড়িয়া জেলা সমন্বয়কারী সুজন দত্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর