শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাবিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) ¯œাতক প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায়ের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ভর্তির পাঁচ মাস পর ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখন তারা আবাসন সংকটের দোহাই দিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে শুরু করতে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা যে ভর্তির শুরুতে সেশনজটের শিকার হচ্ছে এটার দায়ভার কার? আমরা বলতে চাই, অনলাইনের সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রুত হলগুলো খুলে দিয়ে সরাসরি ক্লাস শুরু করুন। এর আগে মঙ্গলবার জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় ৩০ নভেম্বর থেকে ক্লাস অনলাইনে শুরু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি হলের মধ্যে চালু না হওয়া চারটি হল চালু হলে ক্লাস সশরীরে শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর