শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্ত্রী ও দুই সন্তান হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হিফজুর রহমান গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আবদুর রবের ছেলে। রায়ের তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিজাম উদ্দিন। তিনি জানান, রায়ে হিফজুর রহমানকে মামলার পৃথক ধারায় মৃতুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আলোচিত এই মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন হিফজুর রহমান নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী আলেমা বেগম এবং শিশু সন্তান মিজান ও আনিছাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আলেমার বাবা আইয়ূব আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ হিফজুর রহমানকে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। আদালতেও তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক একমাত্র আসামি হিসেবে হিফজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৭ জুলাই বিচারকার্য শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর