শিরোনাম
শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে স্কুলে হঠাৎ অসুস্থ পাঁচ ছাত্রী, দুজন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আতর জাতীয় পদার্থের গন্ধে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এর মধ্যে গুরুতর অসুস্থ দুই ছাত্রীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলো- ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুরী আল আজমাইন (১২), তাজপিয়া আলো (১৩), নাবা রহমান (১২), ফাতিহা তুল জান্নাত ফিহা (১১) ও নুরসাত আহমেদ (১২)। গতকাল দুপুরে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রংপুর পুলিশ লাইনস স্কুলের ষষ্ঠ শ্রেণির পরীক্ষা চলাকালে ওই শ্রেণির এক ছাত্র আতর জাতীয় একটি সুগন্ধি স্প্রে করে। ওই গন্ধের প্রভাবে কক্ষের বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে পাঁচ ছাত্রীকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই ছাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিভাবক বেলাল হোসেন বলেন, আমার মেয়ে নুরসাত আহমেদের অবস্থার অবনতি হলে তাকেসহ দুই শিক্ষার্থীকে আইসিইউতে নেওয়া হয়েছে। আমি আমার মেয়ের জন্য সবার দোয়া চাই।

পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন আকবর হোসেন বলেন, আতরের শিশি খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন ছাত্রী অসুস্থতাবোধ করে। আমরা পাঁচজনকে হাসপাতালে ভর্তি করেছি। আইসিইউসহ কেবিনে থাকা ছাত্রীরা প্রত্যেকে এখন ভালো আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর