শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি ধ্বংসাত্মক কাজ ছেড়ে নির্বাচনে এলে শুভেচ্ছা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপি ধ্বংসাত্মক কাজ ছেড়ে নির্বাচনে এলে শুভেচ্ছা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনপির যদি শুভবুদ্ধির উদয় হয়, ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.)-এর মাজার শরিফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে আমাদের কিছু সময় দেন। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় অবশ্যই নির্বাচন কমিশন বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন হতেই হবে। এর আগে মন্ত্রী মাজারে এলে তাকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাহার মালদার, মাজারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর