রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কাউন্সিলরের কার্যালয়ে গুলি

অস্ত্রধারীরা গ্রেফতার হয়নি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সময় প্রকাশ্যে গুলি চালানোর তিন দিন পার হলেও অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীরা গ্রেফতার হয়নি। এ ঘটনায় থানায় ১৫ জনের নাম উল্লেখ করে ১৮ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে অস্ত্রধারীরা গ্রেফতার না হওয়ায় শঙ্কিত এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলর মো. মনিরুজ্জামান বলেন, অস্ত্রধারীরা প্রকাশ্যে তাকে হত্যার জন্য কয়েক শ মানুষের সামনে অস্ত্র বের করে। গুলি করে আহত করে একরামুল হক গুড্ডুকে (৩৫)। এর পরও তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ অস্ত্রধারীদের গ্রেফতার করতে পারেনি। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামানের কার্যালয়ে সালিশি বৈঠক চলাকালে স্থানীয় তারিকুল ইসলাম, আদর ও সনেট সেখানে আসেন। এর পর তারা পিস্তল দেখিয়ে কাউন্সিলরকে হত্যার হুমকি দেন। তিনজনের হাতেই অস্ত্র ছিল। ন্যদের হাতে হকিস্টিক, ধারালো অস্ত্র ছিল। হঠাৎ এমন হামলা চালান তারা। শুক্রবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতার করতে পারেনি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এলাকার পরিবেশ এখন শান্ত। সেখানে পুলিশ মোতায়েন আছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর