রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে অবিলম্বে তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। সংগঠনের চেয়ারম্যান মো. আবদুর রহিম গতকাল রাজধানীর বিজয় সরণির ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

আবদুর রহিম বলেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। গত দুটি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। জনগণের আশঙ্কা ৭ জানুয়ারির নির্বাচনেও তারা ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হবেন। এ অবস্থায় বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করে সরকার ৭ জানুয়ারি নির্বাচন করলে দেশ মহাসংকটে পড়বে। এ সময় আইনুল হক, মো. আকবর হোসেন ফাইটনসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর