রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আঁশে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের অধীনে ১৫টি দল তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে জানিয়েছেন জোটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। একই সঙ্গে তারা তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আঁশ ব্যবহার করবে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এম এ আউয়াল বলেন, সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে- নিরপেক্ষ ভোট হবে। প্রশাসনের সহায়তা সব প্রার্থী পাবেন। আশা করি এবার তৃণমূল বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে অংশ নিতে পারবেন। আগামী দিনে আমরা দেশের মানুষের জন্য একসঙ্গে কাজ করব। আরও বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন জোটের কো-চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, মাওলানা মুফতি আহসান উল্লাহ সালামী, মুফতি মাহাদী হাসান বুলবুল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর