রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন www.educationboardresults.gov.bd) থেকে ফল সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। মোবাইলে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। মেসেজ পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস রোল নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রসঙ্গত, ১৭ আগস্ট চলতি বছরের আট সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের প্রথম চারটি পরীক্ষা স্থগিত করা হয়। এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এ বছর সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর