শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এসএমইদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রয়োজন : ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

আমাদের ৯ মিলিয়ন এসএমই উদ্যোক্তা রয়েছে। কৃষি, পণ্য উৎপাদনসহ ব্যবসায়ের বিভিন্ন খাতে প্রায় ২৪.৫ মিলিয়ন লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে তারা। জিডিপিতে তাদের অবদান প্রায় ২৫ শতাংশ। এসব এসএমই উদ্যোক্তার প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে নীতিসহায়তা প্রয়োজন। গতকাল ঢাকায় আয়োজিত ‘স্মার্ট এসএমইদের জন্য তথ্যপ্রযুক্তি’বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এসব কথা বলেন। ডিসিসিআই আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর