সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্যে দাম বাড়ছে কৃষি পণ্যের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় হাতবদল হলেই কৃষি পণ্যের দ্বিগুণ, তিনগুণ দাম বাড়ছে। মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্যে একদিকে কৃষক ন্যায্যমূল্য বঞ্চিত হয়, আবার অতিরিক্ত দামে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। এ অবস্থায় করণীয় নির্ধারণে সাধারণ কৃষক উদ্যোক্তা, পাইকারি-খুচরা বিক্রেতা ও বিপণনকাজে জড়িত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করে খুলনা কৃষি বিপণন অধিদফতর। গতকাল খুলনার নূরনগরে কৃষি বিপণন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম।

এতে বলা হয়, খুলনাঞ্চলে সবজি, কাঁচামালসহ অধিকাংশ কৃষি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কৃষক বরাবরই ন্যায্যমূল্য বঞ্চিত হয়। মাঠ থেকে পাইকারি বিক্রেতারা যে মূল্যে পণ্য কেনে তার কয়েকগুণ বেশি দামে তা খুচরা বাজারে বিক্রি হয়। কৃষি উদ্যোক্তারা বলেন, এখানে প্রচুর পরিমাণে ধান, গম, ভুট্টা, তরমুজ, আম ও শীতকালীন সবজি উৎপন্ন হলেও মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্যে কৃষক ন্যায্যমূল্য বঞ্চিত হয়। এ সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ বিপণনে সমস্যাগুলো চিহ্নিত করা হয় ও সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।বিভাগীয় উপপরিচালক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তৃতা করেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত সচিব মোহন কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মীর আলিফ রেজা, কৃষি বিপণন কর্মকর্তা জি এম মহিউদ্দিন ও শাহরিয়ার আকুঞ্জী।

সর্বশেষ খবর