সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কমনওয়েলথ বিনিয়োগ সম্মেলন

যুক্তরাজ্যে এফবিসিসিআই প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেল বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল। আজ ২৭ নভেম্বর কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেবেন তারা। রাতে তাদের সম্মানে সিটি অব লন্ডন চেম্বারের চেয়ারম্যানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এ প্রতিনিধি দলে রয়েছেন দেশের বিভিন্ন খাতের ৪৪ জন ব্যবসায়ী। এদিকে গতকাল রাতে যুক্তরাজ্য সফররত ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজে যোগ দেন তারা। ২৮ নভেম্বর বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘টেক অ্যান্ড ইনোভেশন : অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি। পরে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করবে এফবিসিসিআই। এ ছাড়াও বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসায়ীদের মধ্যে বিজনেস টু বিজনেস (বিটুবি) সভাসহ যুক্তরাজ্যের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় সভায় অংশ নেবেন তারা। আগামী ২৯ নভেম্বর ঢাকায় ফিরবে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল।

সর্বশেষ খবর