শিরোনাম
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চবি উপাচার্যকে শিক্ষক সমিতির আলটিমেটাম

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির অভিযোগ আমলে নিচ্ছে না উপাচার্য এবং তার প্রশাসন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগে বিতর্কিত প্রশাসন শিক্ষক এবং শিক্ষার্থীদের আস্থা হারিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। গতকাল শিক্ষক সমিতি দুটি কর্মসূচি পালনকালে এ দাবি জানান। বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট ২৬টি দাবি তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। এ সময় তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্য কৌশলে উপেক্ষা করে এসেছেন। সুযোগ থাকা সত্ত্বেও এসব দাবি বাস্তবায়ন না করায় আমরা বাধ্য হয়ে হয়েছি দেশের এই নির্বাচনি ডামাডোলের মধ্যেই কর্মসূচি দিতে। প্রশাসন বঙ্গবন্ধু প্রদত্ত ৭৩-এর আইনকে অমান্য করেছে।তিনি সিন্ডিকেটকে একটি পর্ষদে পরিণত করে ফেলেছেন। তিনি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন একটি সিন্ডিকেটের মাধ্যমে তিয়াত্তরের আইনকে অমান্য করেছেন।

বেলা সাড়ে ১২টায় উপাচার্য দফতরের সামনে অবস্থান নেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত যে দাবিগুলো করে আসছি প্রশাসন সুকৌশলে প্রত্যেকটি দাবি উপেক্ষা করেছে। বিশ্ববিদ্যালয় দিবসের মতো অনুষ্ঠানে শিক্ষক সমিতিকে প্রোগ্রামের আগের দিন দাওয়াত দেওয়া হচ্ছে। অথচ এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার শিক্ষার্থীর আবেগ জড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কিন্তু প্রশাসন এই দিবস উদযাপন উপলক্ষে আগে থেকে শিক্ষক সমিতিকে কোনো কিছুই জানায়নি। এভাবেই প্রতিনিয়ত শিক্ষক সমিতিকে অমর্যাদা করছে এ প্রশাসন। উপাচার্য আসলে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার সক্ষমতা হারিয়েছেন। তার নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে। তাই শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসের মতো একটি অনুষ্ঠানে অনুপস্থিত। খুবই নগণ্য উপস্থিতি নিয়ে তারা এটি উদযাপন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং নেতৃত্বের দুর্বলতা থাকায় শিক্ষকগণ তার অংশগ্রহণ করতে চান না। এ অবস্থায় কর্মসূচি থেকে উপাচার্য ও তার প্রশাসনকে ২৬ দফা দাবি জানিয়ে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।

 

 

 

সর্বশেষ খবর