সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

গোসলের দৃশ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর গোসল করার দৃশ্য গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে ব্রেলভী হোসেন সুমন নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। গতকাল বিকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত ২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। জানা গেছে, পীরগাছা উপজেলার রাধাকৃষ্ণ সাত দরগাবাজার এলাকার নিয়ামুল হকের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে আসছিল একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে ব্রেলভী হোসেন সুমন। মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুমন কৌশলে মেয়েটির গোসল করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এর পর মেয়েটিকে এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০১৮ সালের ৩ ডিসেম্বর ধর্ষণ করে। পরে ধর্ষিতার বাবা পীরগাছা থানায় মামলা করতে গেলে পুলিশ রেকর্ড না করে ফিরিয়ে দেয়। পরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এ নালিশি মামলা করে ধর্ষিতার বাবা। বিচারক মামলাটি তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দেয়। দীর্ঘ তদন্ত শেষে আসামি সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে আদালতে চার্জসিট দাখিল করে পিবিআইয়ের তদন্তকারী পুলিশ কর্মকর্তা ইকরামুল হক। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামি সুমনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী নারী নির্যাতন আদালত ২-এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, একজন নাবালিকা মেয়েকে ধর্ষণ করার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আবদুল হক প্রমাণিক বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। 

 

সর্বশেষ খবর