মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রপতিকে ইসলামী সমাজের চিঠি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ইস্যুতে সরকার এবং সরকারবিরোধীরা সংঘাত ও সংঘর্ষে মুখোমুুখি অবস্থান করছে। যার কারণে জাতীয় জীবনে চরম অশান্তি বিরাজ করছে। এই অশান্তি থেকে রক্ষা পেতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গঠনে পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন ইসলামী সমাজের নেতারা। রাষ্ট্রপতির কাছে লেখা ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীরের এ সংক্রান্ত চিঠিটি গতকাল বঙ্গভবনে পৌঁছে দেন সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীরের নেতৃত্বে তারা বঙ্গভবনের দায়িত্বশীল কর্মকর্তার কাছে চিঠিটি হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে সরকার এবং সরকারবিরোধীরা সংঘাত ও সংঘর্ষে মুখোমুখি অবস্থান করছে, যার কারণে জাতীয় জীবনে চরম অশান্তি বিরাজ করছে। অশান্তি থেকে রক্ষা পেয়ে শান্তি লাভ করতে হলে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর