মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নৌকার মাঝি হতে পারলেন না কোনো প্রবাসীই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

একজনের ভাগ্যও প্রসন্ন হয়নি নৌকার মাঝি হতে। যুক্তরাষ্ট্র থেকে ডজনখানেক প্রবাসী মনোনয়ন প্রত্যাশায় আবেদন করেছিলেন। এর আগের নির্বাচনেও অনেকে চেষ্টা করে সফল হতে পারেননি।

এবার অনেকটা আশাবাদী ছিলেন কয়েকজন। এর অন্যতম চট্টগ্রামের সন্দ্বীপের মো. আবদুল কাদের মিয়া এবং বরগুনার বেতাগীর ড. মাহাবুবুর রহমান টুকু। অবশ্য তারা জানান, ‘নেত্রী যাকে ভালো মনে করেছেন, অধিকতর যোগ্য ভেবেছেন, তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা এলাকার নেতা-কর্মীদের অনুরোধ জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিতে সংঘবদ্ধ থাকার জন্য।’

উল্লেখ্য, এবার নৌকায় মনোনয়নপ্রত্যাশী মার্কিন প্রবাসীদের মধ্যে আরও ছিলেন সামাদ আজাদ, মোর্শেদা জামান, খোরশেদ খন্দকার প্রমুখ। এর বাইরে কয়েকজন মনোনয়ন চেয়েছেন জাসদ, জাতীয় পার্টি, জেপি থেকে। বিএনপি নির্বাচনে গেলে আরও ডজনখানেক প্রবাসী মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন। তাদের অন্যতম হলেন নিউইয়র্কের ব্যবসায়ী ও যুবদলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস খান (শেরপুর), ফ্লোরিডা বিএনপি নেতা ও খ্যাতনামা ব্যবসায়ী দিনাজ খান (মুন্সীগঞ্জ) এবং নিউইয়র্ক মহানগর বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা (বরিশাল)।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর