মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশি সংস্থার আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক দেশি সংস্থাগুলোর আবেদনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন। ইসিতে নিবন্ধিত ৬৭টি সংস্থার প্রধানকে পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোয় কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিববরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। ২৫ নভেম্বরের মধ্যে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেনি, তারা ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।

এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছেও ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসি। এতে ১২ দেশ ও সংস্থার ৪৪ পর্যবেক্ষক আবেদন জানিয়েছেন। অন্যদিকে ইসির পক্ষ থেকেও ৩৮ দেশ ও সংস্থাকে ভোট দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর