মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ম্যাথট্রনিক্স’

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি গণিত শেখার প্ল্যাটফরম ‘ম্যাথট্রনিক্স’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা আলভি আহমেদ। আলভি আহমেদ বলেন, বাংলাদেশের শিক্ষা প্ল্যাটফরমগুলো নিয়ে ফিনল্যান্ডভিত্তিক সংস্থা ফিনল্যান্ডভিত্তিক সেবামূলক সংস্থা ‘হান্ড্রেড অ্যান্ড এডটেক হাব’ গবেষণা করে গত ২৪ নভেম্বর বাংলাদেশের ১৬৮টি প্ল্যাটফরম থেকে শীর্ষ ১৫টি প্ল্যাটফরমকে স্বীকৃতি দেয়। এরমধ্যে আমাদের গণিত শেখার প্ল্যাটফরম ‘ম্যাথট্রনিক্স’ স্থান করে নেয়। তিনি আরও বলেন, আমরা প্রায় ২ বছর ধরে প্ল্যাটফরমটি নিয়ে কাজ করছি। এ পর্যন্ত আমাদের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থীকে গণিত পড়ানোর অভিজ্ঞতা হয়েছে। এছাড়া বাস্তব জীবনে গণিতের প্রয়োগ, এনিমেটেড গল্পে গণিত, ডিজিটাল ইন্টারেক্টিভ ম্যাথ বুক, অগমেন্টেড রিয়েলিটি ফিচার ম্যাথট্রনিক্সের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন গাণিতিক দক্ষতা নিয়ে কাজ করছি। এমনকি, আমাদের ইইই বিভাগে এ বছর থেকে যে স্টার্টআপ প্রতিযোগিতা শুরু হয়েছে, আমরা সেখানে চ্যাম্পিয়নও হয়েছি।

উল্লেখ্য, গণিত শিক্ষায় শিক্ষার্থীদের ভয়-ভীতি দূর করার লক্ষ্যে ২০২১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলভি আহমেদ ও বৃষ্টি ফারজানা প্রতিষ্ঠা করেন গণিত শেখার এই প্ল্যাটফরম ‘ম্যাথট্রনিক্স’। প্ল্যাটফরমের উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ।

 

সর্বশেষ খবর