মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে হেলে পড়া ভবন পরিদর্শন তদন্ত কমিটির

নিজস্ব প্রতিবেদন, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পশ্চিম শহীদ নগর তৈয়াবিয়া হাউজিং এলাকায় হেলে পড়া চার তলা ভবনটি পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত টিম। গতকাল দুপুরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। আজ বিকালে তদন্ত  কমিটি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবারও বৈঠকে বসার কথা রয়েছে।

পরিদর্শন টিমে থাকা কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, পরিদর্শনে গিয়ে ভবনটি হেলে থাকা অবস্থায় দেখলাম। এমন অবস্থায় চলমান মেগা প্রকল্পের কর্তৃপক্ষকে খাল খনন কাজের প্রয়োজনীয় কাগজ, ভবন মালিকের সয়েল টেস্ট, ভবনের সিডিএর নকশা অনুমোদনের কাগজ, সংশ্লিষ্ট আর্কিটেকের নকশা অনুমোদনের কপি এবং ভূমি অফিসের সার্ভেয়ারকে খাল এবং ভবনের জায়গার স্ট্রেস ম্যাপ তদন্ত কমিটির কাছে উপস্থাপন করতে বলা হয়। সব পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মঙ্গলবার বিকালে তদন্ত কমিটি বৈঠকে বসার কথা। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভবনটি হেলে পড়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের প্রতিনিধি  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপরই সাত সসদ্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত প্রতিবেদনের সুপারিশ মতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় নগরের পশ্চিম শহীদ নগর তৈয়াবিয়া হাউজিং এলাকায় একটি চার তলা ভবন পাশের ছয় তলা ভবনের সঙ্গে হেলে পড়ে। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর হেলে পড়া ভবন ও আশপাশের আরও চারটি ভবন থেকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাঁচটি ভবনে কেউ যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বসবাস না করেন সে জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাসিন্দাদের রাখা হয়েছে আশপাশের বিদ্যালয়ে। হেলে পড়া ভবনের পাশেই জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের অধীনে শীতল ঝর্ণা খাল উন্নয়ন ও সম্প্রসারণ কাজ করছে সিডিএ।

 

 

সর্বশেষ খবর