মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা উদ্ধার, গ্রেফতার ১

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ১.২৭ কোটি রুপি মূল্যের সোনা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা পেট্রাপোল স্থলবন্দরে ট্রাক চেকিংয়ের সময় এ বিপুল পরিমাণ সোনার হদিস পান। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা খালি ট্রাকে সোনা পাচার চেষ্টার বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরই বিএসএফ জওয়ানরা একটি খালি ট্রাক জব্দ করেন। প্রাথমিক তদন্তের পর সন্দেহভাজন ট্রাকটিকে আইসিপি পেট্রাপোলের পার্কিং এলাকায় তল্লাশির সময় চালকের আসনের পেছনের কেবিন থেকে ১৭টি সোনার জিনিস উদ্ধার করা হয়। যার মধ্যে আটটি সোনা বার, চারটি বিকৃত আকারের সোনার কিউব ও পাঁচটি ছোট সোনার বার ছিল। এ সোনার মোট ওজন ২০৫৪,১১০ গ্রাম। জব্দ সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ২৩ রুপি। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। নাম আবদুল জোহাব মালিক। ২৯ বছর বয়সী জোহাবের বাড়ি উত্তর চব্বিশ পরগনার খালিতপুর গ্রামে।

 

 

সর্বশেষ খবর