মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাড়ে ৩ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফিরিয়েছে সন্ধানী

নিজস্ব প্রতিবেদক

দৃষ্টিপ্রতিবন্ধিতা দেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। দেশে প্রায় ৫ লাখ মানুষ কর্নিয়াজনিত চোখের সমস্যায় ভুগছে। একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চোখে অন্য মানুষের কর্নিয়া প্রতিস্থাপন করলে মানুষ পৃথিবীর আলো দেখতে পায়, এই বিজ্ঞান দেশবাসীকে বুঝিয়েছে সন্ধানী। সন্ধানী গড়ে তুলেছে জাতীয় চক্ষুদান সমিতি। গতকাল সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজধানীর নীলক্ষেতে সন্ধানী ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি গড়ে ওঠার পেছনে রয়েছে একটি ইতিহাস। ১৯৮৪ সালে রংপুরের একটি দরিদ্র পরিবারের মেয়ে টুনটুনির চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতালে)। এটাই দেশে প্রথম কর্নিয়া প্রতিস্থাপন। সন্ধানী এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষকে দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। মরণোত্তর চক্ষুদানে আগ্রহী বাড়লে এ সামাজিক আন্দোলন বেগবান হয়। এ সময় সন্ধানীর সদস্য ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর