বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আমাদের ওপর কারও কোনো চাপ নেই

নির্বাচন কমিশনার আলমগীর

মাদারীপুর প্রতিনিধি

আমাদের ওপর কারও কোনো চাপ নেই

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমাদের ওপর কারও কোনো চাপ নেই। কোন দল আসবে না আসবে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। সেটা অন্যের ওপরে চাপিয়ে দিতে পারে না। আমি ১৯৭০ সাল থেকে নির্বাচন দেখে আসছি। সব দল নির্বাচনে আসেও না। মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা এখনো আসেনি তাদের আহ্বান করেছি এবং আহ্বান অব্যাহত রয়েছে। নির্বাচনে আসেন। নির্বাচনে এলে সংবিধান অনুযায়ী নির্বাচনের সময়সীমা যতটুকু পেছানো সম্ভব তা করা হবে। সেটায়ও আমরা রাজি আছি। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবে। বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষণ পাঠাবে না, এটা কখনো বলেনি। আমরা তাদের কাছ থেকে অনেক তালিকা পেয়েছি।

পরে তিনি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর