বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনএম-এ যোগ দেওয়ায় বিএনপির দুই নেতা বহিষ্কার

মাহবুব মমতাজী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন এবং নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের’ অভিযোগে গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ একরামুজ্জামান ও আবু জাফরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুজনের মধ্যে শাহ মো. আবু জাফর গত ২১ নভেম্বর নতুন নিবন্ধন পাওয়া বিএনএম-এ (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান তিনি। ১৯৭৯ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন আবু জাফর। পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং  ১৯৮৬ ও ১৯৮৮ সালে লাঙল প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন। জাতীয় পার্টি থেকে ২০০৩ সালে বিএনপিতে যোগ দেন তিনি। ২০০৫ সালের উপনির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট করে সংসদ সদস্য হন তিনি।

এদিকে, একরামুজ্জামান সুখন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচন করতে মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর