বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় কর আইনজীবী সমিতি। গতকাল সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন, নতুন আয়কর আইন প্রতিপালন ও পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে করদাতারা প্রস্তুতি নিতে তেমন সময় পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে না। এ কারণে রিটার্ন জমার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর