বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকালে প্রাইভেট কারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. নুর আলম হাবু ও মো. আলমাস। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্যামসাং মোবাইল, একটি মোবাইলের ব্যাক কাভার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। রবিবার রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে টহলরত পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে তাদের ধরতে পারলে ২০ হাজার টাকা নগদ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সাদা রঙের একটি প্রাইভেট কার নিয়ে গত কয়েক মাসে অনেক ছিনতাই বা দস্যুতার ঘটনা ঘটিয়েছে। তাদের ধরতে পারলে ২০ হাজার টাকা নগদ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অবশেষে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। ২৬ নভেম্বর রায়হান (ছদ্মনাম) ও তার বড় ভাই হাজারীবাগ থেকে পান্থপথে নিজ বাসার উদ্দেশে রিকশায় যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের পেছনে ওয়াসা অফিসের সামনে একটি প্রাইভেট কার তাদের রিকশার গতি রোধ করে। প্রাইভেট কার থেকে নেমে কয়েকজন ছিনতাইকারী চাপাতির ভয় দেখিয়ে রায়হান ও তার ভাইয়ের কাছ থেকে দুটি স্যামসাং মোবাইল, ১ হাজার ২০০ টাকা কেড়ে নেয়। তাদের চিৎকারে খুব দ্রুত ধানমন্ডি থানার টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছিনতাইকারীদের ধাওয়া করে। বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর