বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাপার মনোনয়ন নিয়ে অসন্তোষ

সিলেট-১ আসনে প্রার্থী হতে নারাজ বাবুল, ২৪ ঘণ্টার মধ্যে আরেকটিতে প্রার্থী বদল

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জাপার মনোনয়ন নিয়ে অসন্তোষ

সিলেটে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে অসন্তোষ চলছে।  জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটিতে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের অনুসারীরা। বঞ্চিত হয়েছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থিরা। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে চলছে ক্ষোভ। কাক্সিক্ষত আসনের পরিবর্তে অন্য আসনে মনোনয়ন পাওয়ায় নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন একজন। আবার মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদলেরও ঘটনা ঘটেছে আরেক জায়গায়। সবমিলিয়ে জাতীয় পার্টির দ্বিতীয় দুর্গ হিসেবে পরিচিত সিলেটে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র পদে প্রায় ৬০ হাজার ভোট পেয়ে চমক দেখানো নজরুল ইসলাম বাবুল। কিন্তু তাকে সিলেট-৩ আসনের পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট-১ আসনে। অথচ এই আসনে তিনি দলীয় মনোনয়নই চাননি। সিলেট-৩ এর পরিবর্তে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ বাবুল নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল পর্যন্ত তিনি নির্বাচন অফিস থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। বাবুল জানান, সিলেট-৩ আসনে তার আদি নিবাস। এই আসনভুক্ত মানুষের সঙ্গে পারিবারিক ও ব্যবসায়িক কারণে নিবিড় সম্পর্ক রয়েছে। এলাকার মানুষও তাকে নির্বাচন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ভোটারদের চাপেই তিনি প্রার্থী হতে দলীয় মনোনয়ন নিয়েছিলেন। কিন্তু দল তাকে সিলেট-১ আসনের মনোনয়ন চাপিয়ে দিয়েছেন। ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার অত্যন্ত শ্রদ্ধাভাজন। এ ছাড়া সিলেট-১ আসনে সংসদ নির্বাচন করার মতো তার পূর্ব প্রস্তুতিও নেই। তাই তিনি নির্বাচন করতে নারাজ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর