বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
চমেক হাসপাতাল

দালালের টার্গেট গাইনি ও সার্জারি ওয়ার্ড

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

পটিয়া উপজেলার বাসিন্দা আবদুর রহিমকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি বিভাগে। ভর্তির পর চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বের হওয়ার সময়ই ঘিরে ধরেন কয়েকজন লোক। নানাভাবে বুঝিয়ে একজন নিয়ে যান একটি ফার্মেসিতে। কিনতে হয় প্রায় সাড়ে ৫ হাজার টাকার ওষুধ। রহিমের বড় ভাই জসিম বলেন, প্রথমে বুঝতে পারিনি আমি দালালের খপ্পরে পড়ছি। পরে বুঝতে পেরে কৌতূহলবশত আরেকটা ফার্মেসিতে ওই ব্যবস্থাপত্র নিয়ে দেখি ওষুধগুলোর দাম আরও ৫০০ টাকা কম। এভাবে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী-স্বজনদের পড়তে হয় দালালের খপ্পরে। প্রথমে না বুঝে বা সংকটাপন্ন রোগীর চিকিৎসা দ্রুত ও সহজে সেবা পেতে অনেকেই দালালের খপ্পরে পড়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড, সার্জারি, নিউরো মেডিসিন, অর্থোপেডিকস বিভাগ, শিশু স্বাস্থ্য, শিশু সার্জারি, হৃদরোগ, মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন ওয়ার্ডে দালালদের সরব অবস্থান দেখা যায়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর